অবশেষে শাবি শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

ভিসি ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে টানা ২৭ দিন আন্দোলনের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষার্থীদের ওপর গুলি ও লাঠিচার্জের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বিবৃতির মাধ্যমে অফিসিয়ালি দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজই তিনি এ বিবৃতি দেন।

উপাচার্য বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ যারা আহত হয়েছেন, সবার প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে এজন্য আমি আন্তরিকভাবে গভীর দুঃখ প্রকাশ করছি।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!