রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আগামীকাল বিদায়ী সাক্ষাৎ করবেন বর্তমান নির্বাচন কমিশন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনার বঙ্গভবনে উপস্থিত থাকবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম গণমাধ্যমকে জানান, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ হবে।
১৪ ফেব্রুয়ারি আমাদের পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। এজন্য এই সৌজন্য সাক্ষাৎ। আগামীকাল সকালে রাজধানীর একটি হোটেলে বীর মুক্তিযোদ্ধাদের ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করবে বিদায়ী এই ইসি। এটিই হবে বর্তমান ইসির শেষ কর্মসূচি।
২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের মধ্যে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। এরপর ওই বছরের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন তারা।