শেষ ওভারে জমে উঠেছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনাল ম্যাচ। অবশেষে চ্যাম্পিয়ন হলো ইমরুল কায়েসের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের জন্য শেষ ওভারে মাত্র ১০ রান প্রয়োজন ছিলো সাকিব আল হাসানদের ফরচুন বরিশালের। কিন্তু ৮ রানের বেশি করতে সামর্থ হয়নি সাকিব বাহিনী। ফলে মাত্র ১ রানের জয়ে তৃতীয়বারের মতো নিজেদের ঘরে শিরোপা তুলেছে কুমিল্লা।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ইমরুল বাহিনী। শুরুতেই সুনিল নারিনের ঝড় আর শেষে মইন আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করতে সমর্থ হয় কুমিল্লা।
জবাবে ব্যাট করতে নেমে গেইল আর সৈকতের ব্যাটের ওপর ভর করে নিশ্চিত জয়ের দিকেই আগাচ্ছিলো ফরচুন বরিশাল। কিন্তু শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ ওভারের নাটকে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা।