বান্দরবানে বাসক-এর মানববাধিকার বিষয়ে প্রশিক্ষণকর্মশালা

মানবাধিকার সংস্থা, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) বান্দরবান জেলার উদ্যোগে গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সকালে কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে মানববাধিকার বিষয়ে প্রশিক্ষণ প্রধান করা হয়। পরে সদস্যেদের কার্ড প্রদান ও বনভোজন অনুষ্ঠিত হয়।

বাসকের সিনিয়র সভাপতি ফিলিপ ত্রিপুরার সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটি সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ রফিক, কেন্দ্রীয় কমিটির পরিচালক (প্রশাসন) এস এম মঈনুদ্দীন, বান্দরবান জেলার সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট উবাথোয়াই মার্মা, মহিলা বিষয়ক সম্পাদিকা নিনি প্রু মার্মা, মহিলা উন্নয়ন বিষয়ক সম্পাদিকা মে ড খ্যীং মার্মা, শিক্ষা বিষয়ক সম্পাদিকা জেসমিন আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বান্দরবানে এই প্রথম মানববাধিকার কোন সংস্থার মাধ্যমে মানববাধিকার বিষয়ে প্রশিক্ষণ হচ্ছে। এই জন্য বাসক এমন প্রশিক্ষণের আয়োজন করে বান্দরবানের নতুন ইতিহাস সৃষ্টি করেছে। মানববাধিকার বিষয়ে প্রশিক্ষণ নিঃসন্দেহে দক্ষ মানববাধিকার কর্মী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। একজন দক্ষ মানববাধিকার কর্মী দেশের সম্পদ। সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দক্ষ মানববাধিকারকর্মীর ভূমিকা অনস্বীকার্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাসিমা আক্তার, নিশাত বিন কেয়া, উচিং সিং মার্মা,প্রমিত কান্তি দাশ,শ্লৈলাচিং মার্মা, হামিদা আক্তার,হোমাইরা তাছরিন নিলা, রোকেয়া আক্তার আঁখি,তানজিন হোসেন মিম, নুসরাত জাহান,রানা দাশ, মোঃ এমরান হোসেন মানিক, হেনরি ত্রিপুরা, আবু ইউছুপ, আলি জোহার, কবির আহম্মদ, আবু তালেব, তানজিন চৌধুরী পিয়াল প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে মিডিয়ার পার্টনার হিসেবে ছিল, দি গুড মর্নিং, আলোকিত সকাল, চট্টগ্রামের পাতা, চট্টলার আলো, অপরাধ অনুসন্ধান।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!