কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।
শনিবার ২৬ মার্চ দিবসটি পালন উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি পর ৫টা ৫৭ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু।
একই ভাবে উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করা হয়। পরে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে মুক্তমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হয়। এছাড়াও অন্যান্য দপ্তরের মধ্যে রয়েছে রৌমারী থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, সাবরেজিস্ট্রার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, বাংলাদেশ প্রেসক্লাব, উপজেলা বিএনপি, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়, মর্নিংসান কিন্ডার গার্টেন, সাদেক হোসেন মেমোরিয়াল হাই স্কুলসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করে।