ঠাকুরগাঁওয়ে বিশ্ব পানি দিবস পালন

 ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালন করা হয়।

‘ভূগর্ভস্থ পানি, অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’এই প্রতিপাদ্যে দিবসটি পালনে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড অফিস চত্তর থেকে’ একটি র‌্যালী রেড় হয়ে উক্ত র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কালেক্টর চত্তরে এসে শেষ হয়।

 

পরে জেলা প্রশাসক সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গণভবন থেকে বিটিভির সরাসরি সম্প্রচার বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানটি প্রজেক্টর এর মাধ্যমে দেখানো হয় এবং প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা হয়।

এ সময় পানিউন্নয়ন বোর্ডের তত্তাবধায়ক প্রকৌশলী জনাব, মোঃ মুখলেসুর রহমান এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহাবুবুর রহমান, এলজিডি নির্বাহী প্রকৌশলী মোঃ শাহারুল আলম মন্ডল, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা সহ বিভিন্ন দপত্তরের কর্মকর্তা গণ। এবং ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড কর্মরত কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!