ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। অর্থনৈতিক ভাবে রুহিয়া সমৃদ্ধশালী হলেও ভৌগলিক ভাবে যোগাযোগের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে এ এলাকা।
কারণ এখান থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার দূরত্ব প্রায় ২০কিলোমিটার। ফলে এ অঞ্চলের সাধারণ মানুষ সরকারের সেবা প্রদানকারি সংস্থার সাথে যোগাযোগ করতে অনেকাংশে অপারদর্শী হয়ে উঠে। বিধায় রুহিয়া থানাবাসীর দীর্ঘ দিনের প্রানের দাবি রুহিয়া থানাকে একটি পূর্ণাঙ্গ উপজেলায় রুপান্তরের।
স্থানীয় জনসাধারণ আশা করেন অচিরেই যেন রুহিয়া থানা কে উপজেলা হিসেবে বাস্তবায়ন হয়।
২২নং সেনুয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা আব্দুস সাত্তার,সুয়েল রানা,বাচ্চু,১৪নং রাজাগাঁও ইউনিয়নের আতাউর রহমান সাবেক ইউপি সদস্য মকলেছুর রহমান ,২নং আখানগর ইউনিয়নের রুবেল রানা, আনোয়ার, ২১নং ঢোলার হাট ইউনিয়নের মিজানুর রহমান , প্রদীপ চন্দ্র রায়, রফিকুল ইসলাম , ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের দোকানদার পহল্লাত, ব্যবসায়ী বাবলু সেন , ১নং রুহিয়া ইউনিয়নের মাজেদ , নাজমুন নাহার বলেন, আমাদের রুহিয়া বাসির সঠিকভাবে সেবা প্রাপ্তিতে রুহিয়া থানাকে অবিলম্বে উপজেলায় রূপান্তরের দাবী দীর্ঘদিনের। রুহিয়া থেকে ঠাকুরগাঁও সদর উপজেলায় গিয়ে সেবা নেওয়া আমাদের পক্ষে দূষ্কর। তাই আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দীর্ঘদিনের দাবী পূরণ করবেন, কারণ আমারা আর পিছিয়ে থাকতে চাই না।
রুহিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানি বলেন, রুহিয়াকে উপজেলা করা আমাদের প্রানের দাবি। এলক্ষ্যে আমাদের মাননীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন চেষ্ঠা করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে অচিরেই রুহিয়া উপজেলার মুখ দেখবে।
আখানগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান রোমান বাদশাহ বলেন, আমরা শতভাগ চাই রুহিয়া উপজেলা হোক।এটি আমাদের প্রানের দাবি।
রাজাগাঁও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার বলেন, রুহিয়া উপজেলা হলে এ অঞ্চলের উন্নয়ন মুলক কাজ আরও ত¦রানিত হবে।
ঢোলার হাট ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল জানান, জনগনের দাবির সঙ্গে আমি শতভাগ একমত রুহিয়াকে আমরা দ্রুত উপজেলা দেখতে চাই এবং আশা করছি ঠাকুরগাঁওয়ের রুপকার মাননীয় সংসদ সদস্য অচিরেই রুহিয়া থানাকে উপজেলা বাস্তবায়ন করবেন ।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু জানান, রুহিয়া উপজেলা বাস্তবায়নের দাবীর সঙ্গে আমি একমত পোষণ করছি । আমি আশা করি জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার একান্ত আস্থা ভাজন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম মেম্বার রমেশ চন্দ্র সেন এমপির হাত ধরে রুহিয়া অচিরেই উপজেলা বাস্তবায়ন হবে।
রুহিয়া থানা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন বলেন, আমাদের যৌক্তিক দাবী রুহিয়াকে উপজেলায় রূপান্তর করা। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালের জানুয়ারী মাসে নির্বাচনী জনসভায় রুহিয়ায় এসে ঘোষনা দেন আমরা ক্ষমতায় আসলে রুহিয়াকে আধুনিক শহরে রূপান্তরিত করা হবে। তাই আমি আশা করি তিনি তার ওয়াদা পালন করবেন।
২০ রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, রুহিয়া থানাকে উপজেলা বাস্তবায়নের মাননীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আশা করছি অতি শীগ্রই রুহিয়া থানাকে আমরা উপজেলায় দেখতে পারব।
১ নং রুহিয়া ইউপি চেয়ারম্যান ও রুহিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুল হক বাবু বলেন, জনগনের দাবি রুহিয়া উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনে আমরা আন্দোলন সংগ্রামে যাব তারপরও আমরা রুহিয়াকে উপজেলা বাস্তবায়ন চাই ।
রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, রুহিয়া থানা একটি ঐতিহ্য বাহী উত্তরের জনপদ এখানে ব্রিটিশ আমল থেকে রেলস্টেশন, ঐতিহ্য বাহী রুহিয়া আজাদ মেলা এবং এলএসডি সহ অনেক আর্থিক প্রতিষ্ঠান রয়েছে কিন্তু একটি জায়গায় আমরা পিছিয়ে আছি সেটা হল রুহিয়া উপজেলা।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব রমেশ চন্দ্র সেন অচিরেই রুহিয়া থানাকে উপজেলায় রুপান্তরিত করবেন।
রুহিয়া থানা আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু জানান,রুহিয়া বাসির স্বপ্নের দাবি রুহিয়াকে উপজেলা বাস্তবায়ন করার।এই লক্ষ্যে আমাদের নেতা প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন কাজ করে যাচ্ছেন। তাকে ২৪ঘন্টা সহযোগিতা করছেন রুহিয়া থানা আ’লীগের সভাপতি পার্থ সারথি সেন। আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রত্যাশা অতি দ্রুত পুরণ করবেন।