প্রাণ-আরএফএল গ্রুপ অব কোম্পানি যা বাংলাদেশের একটি বৃহৎ খাদ্য সামগ্রী ও বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। রংপুরে ১৯৮১ সালে রংপুর ফাউন্ড্রি লিমিটেডের (আরএফএল) পথচলা শুরু।
এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব) কোম্পানিটি গত ৪১ বছরে শুধু সফলতা নয় বিভিন্ন জনসচেতন মুলক কাজেও পিছিয়ে নেই। সেই ধারাবাহিকতা কে সামনে রেখে সচেতন মুলক কাজে ঠাকুরগাঁও জেলা পুলিশের পাশে প্রাণ আরএফএল কোম্পানি।
জীবনের ঝুকি নিয়ে রাস্তা পার হবেন না, ফুটপাতে মোটরসাইকেল চালাবেন না, নিজ নিজ লেনে গাড়ি চালান,এই ধরনের বিভিন্ন সচেতন মূলক কথা দিয়ে রাস্তার পাশে সাইনবোর্ড সাজিয়েছে প্রাণ আরএফএল কোম্পানি।
শুধু তাই নয় ঠাকুরগাঁও শহরের বিভিন্ন মোড়ে রোড ডিভাইডার ও নো পার্কিং দিয়ে যাত্রীবাহী গাড়িগুলোকে নিয়ন্ত্রণের সুবিধার্থে বোর্ড গুলো জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (১১ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর বিজিপি ক্যাম্প সংলগ্ন কালিতলা ব্রিজের পাশে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন এর নিকট ৪০ টি রোড সাইন, ১৫ টি রোড ডিভাইটার, ১৫ টি নো পার্কিং বোড হস্তান্তর করেন প্রাণ আরএফএল কোম্পানির প্রতিনিধি সেন্ট্রাল প্রোটেকশন অফিসার (এডমিন) মোঃ খালেদ হাসান ও ডেপুটি ম্যানেজার মার্কেটিং মোঃ শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মির্জা তারেক আহমেদ বেগ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মোছাঃ সুলতানা রাজিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আহসান হাবীব সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল), মোঃ তানভিরুল ইসলাম (অফিসার ইনচার্জ) সদর থানা, মোঃ ফারুক হোসেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোহাম্মদ মুনাজ্জির হুসেন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন প্রমুখ।