প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শন

লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিভিন্ন ইউনিয়নে মুজিববর্ষে উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ভূমিহীনদের মাঝে আশ্রয় প্রকল্পের ঘরে নির্মাণের কাজ পরিদর্শন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।

আশ্রয় প্রকল্প তৃতীয় পর্যায়ে বরাদ্দের ২৫৫ টি ঘর সরকারি খাসজমি জমি উপর নির্মাণের কাজ শুরু করেন, আদিতমারী উপজেলার ৮ টি ইউনিয়নের ভূমিহীনদের জন্য আশ্রয় প্রকল্পের নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুতগতিতে সম্পন্ন করতে নির্দেশ দেন ।

সোমবার ১১ এপ্রিল দিন ব্যাপি লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিভিন্ন ইউনিয়নে আশ্রয় প্রকল্প পরিদর্শনে সময় উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,আর সারোয়ার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ ।

পরিদর্শনকালে উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন পর্যাক্রমে সকল ভূমিহীন ও হতদরিদ্রদের আশ্রয় জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ বাস্তবায়ন করবেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!