পঞ্চগড়ে পৃথক পৃথক যায়গায় মোটরসাইকেল দূর্ঘটনায় ২ জননিহত ২আহত।

পঞ্চগড় পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র ইশাদ (১৩) ও খোরশেদ আলম (৬০) নামে দুইজন নিহত হয়েছেন। এসময় দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ধরধরা ব্রিজে এবং সদর উপজেলার সাতমেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইশাদ দেবীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকার কুরবান আলী ছেলে।

আহতরা হলেন একই এলাকার রাজুর ছেলে শাহীন ও সামিউল ইসলামের ছেলে জীবন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইশাদ, জীবন ও শাহীন একটি মোটরসাইকেলে করে দেবীগঞ্জ থেকে সোনাহারের দিকে যাওয়া পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধরধরা ব্রিজের রেলিং এ লেগে তিনজনে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইশাদকে মৃত ঘোষণা করেন এবং শাহীন ও জীবনকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইশাদ নামে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, পঞ্চগড় সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় খোরশেদ আলম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চেকরমারী এলাকায় এ ঘটনাটি ঘটে।নিহত খোরশেদ আলম ওই এলাকার হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে খোরশেদ আলম তার বন্ধুসহ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে আসার সময় চেকরমারী এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে খোরশেদ গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!