বিশ্ব টিকা সপ্তাহ -২০২২ পালন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

সকল শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব টিকা সপ্তাহ -২০২২ পালন উপলক্ষে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নড়াইল সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন অফিস ,নড়াইল এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ইপিআই কর্মসুচির আওতায় হাম, ডিফথোরিয়া, হেপাটাটিস- বি,ইনফ্লুয়েনজা, হুপিংকাশি,নিউমোনিয়া, পোলিও , ধনষ্টংকার, –রুবেলা ও যক্ষা এই ১০টি রোগের টিকা থেকে বাদ পড়া শিশুদের খুজে বের করে এ সব টিকা প্রদান করা হবে। ইতিমধ্যে জেলায় ৮৩ ভাগ শিশুকে এ সব টিকা দেয়া হয়েছে। বাকী রয়েছে ১৭ ভাগ শিশু।

গত ৫মে থেকে এ কার্যক্রম শুরু হয়েছে আগামী ৩১ মে পর্যন্ত এ কর্মসুচি অব্যহত থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিববুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন ।

সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগ , নড়াইলের সহকারি পরিচালক তুহিন কান্তি ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামিমুল ইসলাম টুলু, কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকণ্পনা কর্মকর্তা ডাঃ কাজল কান্তি মল্লিক, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ ডাঃ সুব্রত কুমার হালদার, ডাঃ অনিন্দিতা ঘোষ, সরকারি কর্মকর্তা, ডাক্তার ,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, সাংবাদিক,শিক্ষক, পুরোহিতসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!