দীর্ঘ ২ বছর পর করোনা যুদ্ধ কাটিয়ে নেচে গেয়ে নড়াইলে ২০২ তম আর্ন্তজার্তিক নার্স দিবস পালন করলেন নার্সরা। আজ বৃস্পতিবার সদর হাসপাতাল, নড়াইলের নার্সদের আয়োজনে এ উপলক্ষে র্যালী ,আলোচনা ও কেক কাটা সভা অনুষ্ঠিত হয়। সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল এতে প্রধান অতিথি ছিলেন।
নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সদও হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ আসাদুজ্জামান মুন্সি, স্বাধীনতা নার্সেস পরিষদ, নড়াইল জেলা কমিটির সভাপতি বিউটি পারভিন,সাধারন সম্পাদক হেনা পারভিন, নিনিয়র ষ্টাফ নার্স সুমি আকতার, রেমানা আফরোজ ,নার্স মজিদা খানম, সুপ্রিয়া, শাহিনুর বেগম,হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্সসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।