নড়াইলে সোনালী ব্যাংক লিমিটেড অনলাইন সেবার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফি/চার্জ আদায়করণ চুক্তি স্বাক্ষর

নড়াইলে সোনালী ব্যাংক লিমিটেড এর অনলাইন সেবার মাধ্যমে নড়াইল অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ফি/চার্জ আদায়করণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সোনালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হয়। সোনালী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন

সময় সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান এর পক্ষে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সোনালী ব্যাংক লিমিটেড এর প্রিন্সিপাল অফিস নড়াইল এর ডেপুটি জেনারেল ম্যানেজার ( ইনচার্জমোঃ হারুনূর রশিদ। সেবাগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষসহ স্ব স্ব কলেজের অধ্যক্ষগণ।  প্রথম অবস্থায় জেলার টি কলেজের সাথে চুক্তির স্বাক্ষর করা হয়। এর ফলে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোন প্রকার হয়রানি বাদে অনলাইনের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত সকল প্রকার লেনদেনের সুযোগ সুবিধা পাবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!