ডোমারে আ’লীগের কাউন্সিল ঘিরে বাড়ছে উত্তাপ 

নীলফামারী ডোমার উপজেলার আ’ লীগের ৩১ শে জুলাই কাউন্সিলের দিন যতই  ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ।সেই সাথে পাল্টা পাল্টি মিছিল সহ চলছে প্রতিবাদ সভা।সভাপতি ও সম্পাদক প্রার্থীরা দিনরাত ছুটে চলেছেন বিভিন্ন ইউনিয়নের তৃণমূল কাউন্সিলরদের কাছে।দলের যে কোনো  সমস্যা ও পার্টিকে সুসংগঠিত করা সহ তৃনমুল কর্মীদের আপদে বিপদে পাশে থাকাসহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ।
এর সাথে চালিয়ে যাচ্ছেন নিজের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা। উপজেলায় রয়েছে একটি পৌরসভা-সহ দশটি ইউনিয়ন।এবারের কাউন্সিলে সভাপতি পদে হেবিওয়েট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন তারা হলেন আওয়ামীলীগে বর্তমান সভাপতি খায়রুল আলম বাবুল,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটার্নি জেনারেল এ্যাড,মনোয়ার হোসেন, বীর-মুক্তিযোদ্ধা সফল ও সাবেক রাষ্ট্রদুত আমিনুল ইসলাম সরকার।
সম্পাদক পদেও ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন ব্যক্তিরা হলেন বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক (পরিক্ষিত)নেতা মঞ্জরুল হক চৌঃ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, আত্মপ্রত্যয়ী উদিয়মান তরুণ নেতা সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদ আহম্মেদ শান্তুু, বর্তমানে কাউন্সিলরদের কাছে সভাপতি সম্পাদক পদে ছয় জনের নামেই বেশ আলোচনা হচ্ছে,তবে নতুন কেউ প্রার্থী হিসেবে তেমন ভাবে তৃণমূলের কাছে আলোচনায আসেনি। ৩১ তারিখ কাউন্সিলের মধ্য দিয়ে আবারও ডোমার উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক কর্মকান্ডে দলের গতিফিরে পাবে বলে তৃণমূল কাউন্সিলরা আসাবাদ ব্যক্ত করেন।
নাম প্রকাশ না করার শর্তে সরজমিনে ইউনিয়ন ঘুরে ইউনিয়ন সভাপতি সম্পাদকের কাজ থেকে জানা যায় সম্মেলন কি প্রক্রিয়ায় সভাপতি সম্পাদক নির্বাচত হবে যানিনা তবে তৃনমূলে এ নিয়ে চলছে গভীর ভাবে পর্যালোচনা ও আলোচনা।আগামী ৩১ তারিখের কাউন্সিলের মধ্যদিয়ে পার্টির যে সভাপতি সম্পাদক নেতা নির্বাচত হবে তারই নেতৃত্বে ডোমার আওয়ামীলীগের আগামীর সাংগঠনিক কর্মকান্ড ব্যাপক আকারে গতিশীলতা পাবে বলে মনে করে উপজেলা তৃণমূল আওয়ামীলীগ।
Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!