-
- ঢাকা, সদ্যপ্রাপ্ত সংবাদ
- নীলফামারীর ডোমারে রোড এ্যাকসিডেন্টে নিহত-২, আহত-১
- আপডেটের সময় : আগস্ট, ২, ২০২২, ১১:০১ অপরাহ্ণ
- 140 বার ভিউ
নীলফামারীর ডোমার-জলঢাকা সড়কে ট্রাক্টর টলি ও অটো ভ্যান এ্যাকসিডেন্টে ভ্যানচালক আফসারুল ইসলাম(৪৫) ও জহুরুল ইসলাম(২৫) নামে একজন ঘটনা স্থলে নিহত অপরজন মেডিকেলে নেয়ার পথে মারা যায়।
এসময় লিমা আক্তার (২১) নামে আরো এক নারী আহত হয়েছে। নিহত আফসারুল উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া গ্রামের মৃত শুকারু মামুদের ছেলে। অপর মৃত ব্যক্তি জহুরুল ইসলাম ডিমলা উপজেলার বড় সমজিদ এলাকার লেবু মিয়ার ছেলে। আহত লিমা নিহত জহুরুলের বোন।
গতকাল (১আগস্ট) সোমবার দুপুরে ডোমার-জলঢাকা সড়কের নদীয়া পাড়া নতুন সমজিদ’র পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,চাল বোঝাই একটি ট্রাক্টর টলি ঠাকুরগাও দুই ভাই অটো রাইস মিলের ২৬০ বস্তা চাল নিয়ে জলঢাকা যাওয়ার পথে নদীয়া পাড়ার নতুন মসজিদের কাছে পৌছলে ট্রাক্টরের স্কেল ভেঙ্গে গেলে অটো ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে করে ভ্যানের উপরে বসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গেলে চালের বস্তা নিচে চাপা পরে।
আহত লিমা আক্তার কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু সাঈদ জানান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।কথা হলে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন খবর পাওায়া মাত্রই ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর