আগামী ১৩ নভেম্বর শুরু হতে যাওয়া স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম পর্বে অংশ নিয়েছিল চারটি দল। নকআউট ভিত্তিতে সেখান থেকে চূড়ান্ত পর্বে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।
আজ (৬ নভেম্বর) রবিবার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। নির্ধারিত সময়ে বাংলাদেশ নৌবাহিনীর গোল করেছেন হাবিবুর ও রাজা এবং বাংলাদেশ সেনাবাহিনীর গোল করেছেন মিজানুর ও মোরসালিন।
এদিকে শনিবার গোপালগঞ্জে অনুষ্ঠিত প্রথম বাছাই ম্যাচে বাংলাদেশ বিমানবাহিনী ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছিল লিটল ফ্রেন্ডস ক্লাবকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। নির্ধারিত সময়ে বাংলাদেশ বিমানবাহিনীর সুমন রেজা একাই দুই গোল করেন। লিটল ফ্রেন্ডস ক্লাবের গোল করেন রায়হান ও ইয়াসিন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১ দলের সঙ্গে চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগের দল উত্তরা ফুটবল ক্লাব, ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুর ও বাফুফের এলিট একাডেমি। বাছাই পর্ব শেষ হওয়ায় এখন স্বাধীনতা কাপের ১৬ দল চূড়ান্ত হলো।
‘এ’ গ্রুপে মোহামেডানের সঙ্গে আছে শেখ রাসেল ক্রীড়া চক্র, ফর্টিস ফুটবল ক্লাব ও নৌবাহিনী। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে-বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, আজমপুর ফুটবল ক্লাব ও ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুল।
‘সি’ গ্রুপের দলগুলো হচ্ছে-আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, উত্তরা ফুটবল ক্লাব ও বিমানবাহিনী। ‘ডি’ গ্রুপের দলগুলো হচ্ছে-শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, রহমতগঞ্জ ও বাফুফে এলিট একাডেমি।