মানবিক মানুষের সন্ধানে আনন্দের মাধ্যমে পাঠদানের লক্ষ্যে কুড়িগ্রামের নিভৃত পল্লীতে বই পড়া উৎসব অনুষ্ঠিত

মানবিক মানুষের সন্ধানে শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে পাঠদানের লক্ষ্যে নিভৃত পল্লীতে সবার জন্য বই পড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।কুড়িগ্রামের উলিপুরের রাণীগঞ্জে অংকুর একাডেমির আয়োজনে ও বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডাঃ এটিএম আব্দুর রাজ্জাকের পৃষ্ঠপোষকতায় নতুন প্রজন্মের জীবন গঠনে বইয়ের অবদান ও সুন্দর মানসিকতা গঠনের লক্ষ্য নিয়ে এ আয়োজন।

আজ (১২ নভেম্বর) সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্জুরুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মন্জুরুল ইসলাম, ইতিহাসের  শিক্ষক ও লেখক আবু হেনা, শিক্ষক উপেন্দ্র নাথ দাস।

বক্তব্য রাখেন, শিক্ষক শাহাজাহান আলী,ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন,মাওলানা আবুল জলিল,মাওলানা মোস্তাফিজার রহমান, মাওলানা আবু তৈয়ব মিয়া, শিক্ষক আবুল কাশেম প্রমূখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঁচ শতাধিক শিক্ষার্থী অংকুর একাডেমির বিভিন্ন ইভেন্টের  প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।#

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!