নড়াইলে  ২দিন ব্যাপী জেলা পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন 

উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জেলা পর্যায়ে শুরু হয়েছে  দিন  (২৩২৪ নভেম্বর ) ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা২০২২ আজ (২৩ নভেম্বর) বুধবার নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে  মেলা অনুষ্ঠিত হচ্ছে।

অডিও কলের মাধ্যমে  মেলার উদ্বোধনী করেন  প্রধান অতিথি সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। পরে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ অতিথিরা।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপর সাদিরা খাতুন, পৌর মেয়র আঞ্জুমান আরা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দিপক রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক মোঃ মিজানুররহমান, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মারুফ হাসান,সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিকজেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারিবেসরকারি  প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষার্থীরা সময় উপস্থিত ছিলেন। 

মেলায় জেলার উপজেলার বিভিন্ন সরকারিবেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী নিয়ে  ৩২টি ষ্টল খোলা হয়েছে। প্রতিদিন সকাল ১০ থেকে বিকাল পর্যন্ত মেলা চলবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!