পেলের নামে স্টেডিয়াম চান ফিফা সভাপতি

ফুটবলের রাজাকে শেষ বিদায় জানাচ্ছে ভক্তরা। ব্রাজিলের সাও পাওলোর বিখ্যাত ক্লাব সান্তোসের মাঠ ভিলা বেলমিরো স্টেডিয়ামে রাখা হয়েছে পেলের মরদেহ। সেখানে আজ শ্রদ্ধা জানানো শেষ হবে সাধারণ মানুষের। এরপরই শেষ হবে তার শেষকৃত্যানুষ্ঠান।

শুধু সাধারণ মানুষই নয়, পেলের এই শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো থেকে শুরু করে বিশ্বের অনেক নামি-দামি মানুষ। সেখানেই মিডিয়ার সাথে কথা বলেছেন ফিফা সভাপতি। এ সময় তিনি প্রতিটি দেশের ফুটবল ফেডারেশনকে অনুরোধ করেন, যেন পেলের নামে একটি করে স্টেডিয়াম তৈরি করে তারা।

সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়াম। যেখান থেকে এডসন আরান্তেস দো নাসিমেন্তো একজন বিশ্বসেরা পেলে হিসেবে গড়ে উঠেছিলেন। সেখানে বসেই সারা বিশ্বের প্রতি পেলের নামে স্টেডিয়াম নির্মাণের আহ্বান জানান ইনফ্যান্তিনো।

পেলেকে স্মরণীয় এবং বরণীয় করে রাখতে ফিফার পক্ষ থেকে তার নামে অন্তত একটি স্টেডিয়ামের নামকরণ করার বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রস্তাব প্রতিটি দেশের কাছে পাঠানো হবে বলেও জানান ইনফ্যান্তিনো।

স্থানীয় সংবাদকর্মীদের ফিফা সভাপতি বলেন, ‘আমরা বিশ্বের প্রতিটি দেশকে অনুরোধ করব তাদের একটি স্টেডিয়াম যেন পেলের নামে নামকরণ করা হয়। শিশুরা যেন পেলের গুরুত্ব বুঝতে পারে’, সেটি ভেবে এমন প্রস্তাব দেওয়া হবে।’

পেলেকে শেষশ্রদ্ধা জানাতে ফিফা সভাপতি ছাড়াও দক্ষিণ আমেরিকা ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ভিলা বেলমিরো স্টেডিয়ামে। ২৪ ঘণ্টাব্যাপী এই শেষশ্রদ্ধা জানানোয় সান্তোসের স্টেডিয়ামের বাইরে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। ইনফ্যান্তিনো সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এখানে খুব দুঃখ নিয়ে এসেছি। পেলে চিরন্তন। তিনি ফুটবলের বৈশ্বিক আইকন।’

পেলেকে সমাহিত করা হবে নেকরোপল একুমেনিকাতে। এখানেই সমাহিত হতে চেয়েছিলেন কিংবদন্তি। ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, পেলের শেষ ইচ্ছা ছিল নেকরোপল একুমেনিকার নবম তলায় তিনি শায়িত হবেন। যেখান থেকে ভিলা বেলমিরোর মাঠটা পরিষ্কার দেখা যায়। তবে তার শেষকৃত্যে থাকবেন শুধুই পরিবারের সদস্যরা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!