লালমনিরহাটে অবৈধ ইটভাটা জরিমান 

মোঃ গোলাপ মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ০৩ নং কমলাবাড়ী ইউনিয়নের ছোট কমলাবাড়ী গ্রামে অবস্থিত এএলবি ব্রিকর্স নামক অবৈধভাবে পরিচালিত ১টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ লাখ টাকা ও একই উপজেলার কালীস্থান নামক স্থানে অবস্থিত বিটি ব্রিকর্স নামের আরেক ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

আজ  মঙ্গলবার (১৭ জানুয়ারী) দুপুরে রংপুর পরিবেশ অধিদপ্তরের উদ্দ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) আইন অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তরের রংপুর অঞ্চলের ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান ও মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!