বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার র‌্যালী ও সভা অনুষ্ঠিত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার বগুড়া জেলা কমিটির উদ্যোগে ৩মে/২৩ বুধবার ঐতিহাসিক মহাস্থান জাদুঘর চত্বরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান রানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, প্রবীন সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ আব্দুল মোত্তালিব মানিক, সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি মমিনুর রশীদ সাইন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান সরকার স্বপন, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, দীপ্ত টেলিভিশন ও দৈনিক মানবকন্ঠের বগুড়া জেলা প্রতিনিধি এসএম আবু সাঈদ।

 

 

সাংবাদিক সংস্থার জেলা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইউনুছ উদ্দীন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজন নেতা এ্যাডঃ মিসেস কহিনুর খানম, পাবনা মঞ্জুর কাদের কলেজের প্রভাষক মিসেস বিউটি ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকপার্টির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাবলু, জাতীয় সাংবাদিক সংস্থার জেলার সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক রেজওয়ানুল হক মানিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাজু, মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা জামান লিপি, সদস্য শফিকুল ইসলাম শফিক, আইয়ুব আলী, মতিউর রহমান মতি, ইসমত আরা সীমা, দিলরুবা ইয়াছমিন, সুব্রত কুমার ঘোষ, সাখাওয়াত হোসেন, সাংবাদিক হারুন অর রশিদ লিটন, নুর নবী, আতাউর রহমান, শাকিকুল ইসলাম, শাকিল আবু তৌহিদ হাসান প্রমূখ।

 

বক্তাগণ বলেন, জাতীয় সাংবাদিক সংস্থা সব সময় মানুষের কল্যাণে ও সাংবাদিকদের অধিকার আদায়ের কথা বলে আসছে। তাই অধিকার আদায়ে সকল সাংবাদিকদের ঐক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। পরিশেষে সাগর-রুনীসহ সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানানো হয়।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!