-
- জাতীয়, সারাদেশ
- আদিতমারীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ জন আসামি গ্রেফতার
আদিতমারীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫ জন আসামি গ্রেফতার
- আপডেটের সময় : মে, ৯, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ
- 109 বার ভিউ
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ০৫ জন আসামী গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।
৯ মে লালমনিরহাট জেলার আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে থানা এলাকায় অভিযান পরিচালনা করর পারিডিং-১৭/১৬ এর আসামী ১।মোঃ তাজুল ইসলাম মঞ্জু (৪৮), পিতা- মৃত শমসের আলী, সাং- বসুনিয়াপাড়া, জিআর ২৭৮/২২(আদিত) এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ২। মোঃ ফরহাদ হোসেন (৩৫), পিতা- মৃত সুলতান আলী, ৩। মোছাঃ হালিমা বেগম (৩০), স্বামী- মোঃ ফরহাদ হোসেন, উভয় সাং- দূর্গাপুর (দক্ষিণটারী), জি,আর ৩২৯/১৮ (আদিত) এর আসামী ৪।মোঃ মনিরুজ্জামান (৩৫), পিতা- মৃত মজমুল, সাং- দক্ষিণ বালাপাড়া, পারিডিং ১১৪০/২২ এর আসামী ৫।মোঃ সাজু মিয়া (৩৪) পিতা- মোঃ নুরুল হক, সাং- সবদল , সর্বথানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট এদের উপজেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকা আসামিগণের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আদিতমারী থানা অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক বলেন আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর