-
- জাতীয়, সারাদেশ
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন
- আপডেটের সময় : মে, ১২, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ণ
- 119 বার ভিউ
ঠাকুরগাঁও প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার দি নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। সকালে পৌর শহরের হাজীপাড়া থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে নার্সিং ইনস্টিটিউট এর ছাত্র-ছাত্রীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দি নর্থ বেঙ্গল নার্সিং ইনস্টিটিউটের প্রধান ব্যবস্থাপনা পরিচালক নিগমানন্দ দেব, অধ্যক্ষ মনোয়ারা বেগম, নার্সিং ইনস্ট্রাক্টর সুমি আক্তার, মাধবী রানী, স্টাফ শ্যামল দাস, ইসাহাক আলী।
এদিকে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন হলি স্পিরিট নার্সিং ও মিডওয়াইফারী ইনস্টিটিউট এর সভাপতি ডা. সন্দীপ চন্দ্র রায়, অধ্যক্ষ মিতালী রোজারিও, নার্সিং ইনস্ট্রাক্টর তনময় মন্ডল, স্টাফ লাবনী রানী, লিন্ডা কলি ক্ষালো, রেজাউল করিম সহ অন্যান্যরা।
এছাড়াও সকালে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট থেকেও র্যালী বের হয়ে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাদের নিজ নিজ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর