-
- জাতীয়, সারাদেশ
- বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল উদ্ধোধন
- আপডেটের সময় : জুলাই, ৫, ২০২৩, ৬:৪১ অপরাহ্ণ
- 85 বার ভিউ
ঠাকুরগাঁও প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও জাতীয় চার নেতা এবং সাত বীরশ্রেষ্ঠের ম্যুরালের উদ্ধোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঠাকুরগাঁও ২ আসনের সাংসদ আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি।
১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মুহাম্মদ মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও সাত বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান(সিপাহী), মোস্তফা কামাল(সিপাহী), নুর মুহাম্মদ শেখ(সিপাহী), মহিউদ্দিন জাহাঙ্গির(ক্যাপ্টেন), মুন্সি আব্দুর রউফ(ন্যান্স নায়েক), রুহুল আমিন(স্কোয়াডন ইঞ্জিনিয়ার), মতিউর রহমান(ফ্লাইট ল্যাফটেন্যান্ট) এর হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা মোড়ে এ ম্যুরাল উদ্ধোধন করেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থয়ানে ৩২ লক্ষ টাকা ব্যায়ে ২০২১-২২-২৩ এই দুই অর্থ বছরে বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের ব্যবস্থাপনায় প্রকল্পটি বাস্তাবায়ন করেন উপজেলা পরিষদ।
ম্যুরাল উদ্ধোধন অনুষ্ঠানের সভাপতি বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি মো: জুলফিকার আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আকরাম আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মাজেদুর রহমান সহ অঙ্গ অসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর