নড়াইলে বেশি দামে বয়লার মুরগী বিক্রীর অভিযোগে ৩ ব্যাবসায়িকে ৫২ হাজার টাকা জরিমানা

 

নড়াইল প্রতিনিধি:

 

নড়াইলের রুপগঞ্জ বাজারে বেশি দামে বয়লার মুরগী বিক্রীর অভিযোগে ৩ ব্যাবসায়িকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 

এ সময় রুপগঞ্জ বাজারের বয়লার ব্যাবসায়ি বাটুল মজুমদারকে ৪০ হাজার টাকা, দিলীপ কুন্ডুতে ৮ হাজার টাকা এবং ইয়াসিনকে ৪ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নড়াইল সদর উপজেলা সহকারি কমিশনার( ভ’মি) সেলিম আহমেদ ।

 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, নড়াইল শহরের টার্মিনাল এলাকায় বয়লার মুরগী ১৫০ টাকা কেজি দরে বিক্রী হচ্ছে, কিন্তু শহরের রুপগঞ্জ বাজারে একই মুরগী ১৮০ টাকায় বিক্রীর সুনিদিষ্ট অভিযোগ এর ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যামন আদালত এর পরিচালিত হয়।

 

অভিযোগের সত্যতা যাচাই এ টার্মিনাল এলাকার ১৫০ টাকা মুরগী বিক্রীর সত্যতা পাওয়ায় যায়, পরে রুপগঞ্জ বাজারে গিয়ে একই মুরগী ১৮০ টাকায় মুরগী বিক্রীর অভিযোগ সত্য প্রমানিত হওয়ায়, অপরাধ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ অনযায়ি মোট ৩টি মামলায় ৩জন ব্যাবসায়িকে ৫২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

নড়াইল সদর উপজেলা সহকারি কমিশনার( ভ’মি) সেলিম আহমেদ এর নেতৃত্বে নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান,নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ,নড়াইলের সহকারি পরিচালক বিদিরা জামানসহ আনসার ব্যাটেলিয়ান এর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

নড়াইল সদর উপজেলা সহকারি কমিশনার( ভ’মি) সেলিম আহমেদ জানান, নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান/ ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট ) অব্যাহত থাকবে।

সুজয় বকসী, নড়াইল, ১৭/০৭/২০২৩,০১৭১৪৫৪৪৮৫২

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!