হালিশহর থানার ওসি এখন কায়সার হামিদ

৩০ আগস্ট (বুধবার) সিএমপির হালিশহর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. কায়সার হামিদ বিদায়ী ওসি মোহাম্মদ জহির উদ্দীনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

গত ২৮ আগস্ট (সোমবার) সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় এক আদেশে নগরীর ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর ও ইপিজেড থানার ওসিকে বদলি করেন।

সিএমপি কমিশনারের আদেশে ডবলমুরিং থানার ওসি সাখাওয়াৎ হোসেনকে বদলি করে নেওয়া হয়েছে নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগে, তার স্থলে পদায়ন করা হয়েছে সিটিএসবির পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারীকে।

পাহাড়তলীর ওসি মোস্তাফিজুর রহমানকে সিটিএসবিতে বদলি করে পাহাড়তলী থানার দায়িত্ব দেয়া হয়েছে হালিশহরের ওসি মোহাম্মদ জহির উদ্দীনকে। হালিশহর থানায় পদায়ন করা হয়েছে বাকলিয়া থানার ওসি তদন্ত মো. কায়সার হামিদকে।

ইপিজেড থানার ওসি আব্দুল করিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। আর তার স্থলাভিষিক্ত করা হয়েছে বায়েজিদ থানার ওসি তদন্ত মোহাম্মদ হোছাইনকে।

একই আদেশে কোতোয়ালীর ওসি (অপারেশন্স) মো. আরমান হোসেনকে একই থানার ওসি (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে, সিটিএসবির মো. নুরুল বাশারকে বদলি করে কোতোয়ালীর ওসি (অপারেশন্স), অপরাধ শাখার পরিদর্শক মো. আল মামুনকে বায়েজিদের ওসি (তদন্ত) এবং নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মো. শহিদুর রহমানকে বাকলিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, হালিশহর থানার নতুন ওসি মো. কায়সার হামিদ ইতিপূর্বে রাউজান থানা ও বাকলিয়া থানায় পরিদর্শক (তদন্ত) হিসাবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তার বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীত।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!