‘ফুলপুরে যুব উন্নয়ন দিবস উদযাপন’

 

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য কে সামনে রেখে ফুলপুরে জাতীয় যুব দিবস আনুষ্ঠানিক ভাবে উদযাপন এবং র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে (০১ নভেম্বর২০২৩ইং) রোজ বুধবার সকাল ১০টায় র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

 

ফুলপুর উপজেলার জনবান্ধব নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান ইউএনও মহোদয়ের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূইয়া’র সঞ্চালনায় এ সভায় উক্ত বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।

 

জনবান্ধব ইউএনও এম. সাজ্জাদুল হাসান মহোদয় বলেন যুব সমাজকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি কর্মসংস্থান বিনির্মাণে গতিশীল ভূমিকা রাখতে হবে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আরও কার্যকর অবদান রাখবে।

 

ইতিমধ্যে উক্ত সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার সহকারী ভুমি কমিশনার অমিত রায় কল্লোল মহোদয়, ফুলপুর থানার পুলিশ কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন মহোদয়, পৌর মেয়র বাবু শশধর সেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!