বাঘাইছড়িতে ইউএনও রুমানা আক্তারকে বিদায় সংবর্ধনা

রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার এর পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে কাচালং সরকারি ডিগ্রী কলেজ পরিবার। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রী কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জমির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সহকারী কমিশনার ভূমি মাহফুজুর রহমান, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন। প্রভাষক কামাল হোসেন মীর এর সঞ্চালনায় কলেজ শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম এবং সিনিয়র প্রভাষক গৌরিকা চাকমা।

এসময় বক্তারা বলেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বাঘাইছড়িতে যোগদানের প্রায় ১৬ মাস দায়িত্ব পালনের পর বদলী হচ্ছেন, এই অল্প কয়েক মাসে বাঘাইছড়িবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি বিশেষ করে কাচালং কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীদের প্রিয় মানুষ হয়ে ছিলেন।

বিদায় সংবর্ধনায় কাচালং সরকারি ডিগ্রী কলেজ পরিবারের পক্ষ থেকে রুমানা আক্তারকে সম্মানা স্মারক প্রদান করা হয়।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!