গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে পরিকল্পিতভাবে খুন করার উদ্দেশ্য হামলা,মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকা মেডিকেলে।
গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের গোবরা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুন্সী নুর ইমামের ছেলে মুন্সী রফিকুল ইসলাম কে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে গত ০৩-১১-২০২৩ইং তারখে আনুমানিক বিকাল ০৩.১৫ ঘটিকায় আকুব্বর মোল্লার নির্দেশে ও নেতৃত্বে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মুন্সির রফিকুল ইসলামকে হামলা করেন।
১. জানে আলম মোল্লা( ৩৫) পিং- মৃত- শহিদ মোল্লা,২. শাহীন শেখ( ৩৫) পিং- বদিয়ার শেখ,৩.নাহিদ মোল্লা(৩৭),রোমান মোল্লা(২৩),মামুন মোল্লা(৩০), তিনজনের পিং – আকুব্বর মোল্লা(৬২). ৬. তাজিবুর শেখ(২৩) পিং – নওয়াবআলী শেখ,৭. আকুব্বর মোল্লা(৬২) পিং মৃত- কালা মোল্লা,৮. বাপ্পি মোল্লা(৩৬) পিং মেহেদুল মোল্লা,৯. রনি মোল্লা(৩৫) পিং – মেহেরাপ মোল্লা,এই কুখ্যাত ব্যাক্তিগন। তাদের এলোপাতাড়ি আঘাতে দেশীয় অস্ত্র রামদা,চাপাতি,জিআই পাইপ ইত্যাদি দ্বারা গুরুতর আহত হয়ে মুন্সী রফিকুল ইসলাম রাস্তায় পড়ে যান তখন এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান,সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় তাকে।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা যায়। তার অবস্থা খুবই আশংকা জনক।
এ ঘটনার প্রেহ্মিত মুন্সী রফিকুল ইসলাম এর ছোট ভাই মুন্সি সাজেদুল ইসলাম (২৫) গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দ্বায়ের করেন ।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায় এ মুক্তিযোদ্ধা ও তার পরিবারের প্রতি এজহার ভুক্ত আসামিগণ বারবার এমন আক্রমণ চালিয়ে যাচ্ছে।
গোপালগঞ্জের গোবরা ভাটিয়া পাড়ায় মুক্তিযোদ্ধাগন (ভূক্ত ভূগী),এই অপরাধীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জ সদর থানায় এবারের মত আগেও কয়েকটি মামলা করেছেন বলে জানা যায়।
স্বর জমিনে গিয়ে জানা যায় মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবার সহ কিছু প্রতিবেশি জীবন হারানোর ভয়ে বাড়ি+ ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।
এমন জনশূন্য বাড়িঘর সুযোগে চুরি ও লুট করেছে কুখ্যাত অপরাধীরা,এ ঘটনারও মামলা করাহয়েছিলো গোপালগঞ্জ সদর থানায় বলে জানা যায়।
পুলিশের কাছে বারবার মামলা দায়েরের মাধ্যমে অপরাধীদের গ্রেফতার সহ নিরাপত্তার দাবি জানিয়েছিলেন ভাটিয়া পাড়া মুক্তিযুদ্ধাপরিবারও এলাকাবাসী।
বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মাতা মুক্তিযোদ্ধাদের প্রতি তার ভালোবাসা সর্বদা বিরাজমান, কিন্তু দুঃখজনক ব্যাপার এটাই যে গোপালগঞ্জের গোবরা ভাটিয়াপড়ার এই মুক্তিযোদ্ধাগন নিরাপত্তাহীনতায় জীবনের ঝুঁকি সহ, চুরি -ডাকাতি শিকার এবং নানাবিদ বড় ধরনের আশঙ্কায় রয়েছেন ।
গোপালগঞ্জ গোবরা ইউনিয়নের এ ভাটিয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ও তার পরিবার এবং এলাকাবাসী এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি ও গুরুত্বপূর্ণ ভাবে নিরাপত্তার কার্যকরী পদক্ষেপ প্রার্থনা করছে।