চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছালো। পরীমণির অসুস্থতার কারণে তারিখ পিছিয়ে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ- ১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পরীমণি ‘অসুস্থ রয়েছেন’ জানিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবী নীলাঞ্জানা রিফাত সুরভী। পরে আদালত তার আবেদন মঞ্জুর করে ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।