রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের বি ব্লক শ্রাবস্তি বৌদ্ধ বিহারে ৪র্থ বারের মত শুভ দানোত্তম মহান কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ নভেম্বর) সকালে জাতীয় ও বৌদ্ধ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রথম পর্বে সংঘদান, অষ্টপরিস্কার দান, পঞ্চশীল গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ২টায় কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা মাধ্যমে মঞ্চে আনায়নের মাধ্যমে বিকালের অনুষ্ঠান সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রথমার্ধে উদ্বোধনী সংগীত পরিবেশন ও পঞ্চশীল গ্রহণ এবং কঠিন চীবর ও কল্পতরু দান সম্পাদন করা হয়।
সকালের পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জ্ঞান জ্যোতি চাকমা চেয়ারম্যান ৩৫ নং বঙ্গলতলি ইউনিয়ন পরিষদ।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, শ্রাবস্তি বৌদ্ধ বিহারের উদযাপন কমিটির সাধারন সম্পাদক ইন্দ্র বিকাশ চাকমা।
এ সময় ধর্ম দেশনা প্রদান খাগড়াছড়ি তেতুল তলা ভাবনা কুঠিরের বিহারের অধ্যক্ষ তেজ বংশ মহাস্হবির ভান্তে মৈত্রী বিহারের অধ্যক্ষ সুমনা লংকার মহাস্হবির ভান্তে।
এসারাও ধর্মীয় অনুষ্টানে বিভিন্ন পাড়া থেকে সকাল থেকে হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ অংশ গ্রহন করে।