গোপালগঞ্জ জেলার পরিবহন সংশ্লিষ্ট সকলের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি :

সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে গোপালগঞ্জ জেলার পরিবহন সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় সভা করেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা।
আজ ৭ নভেম্বর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জনাব মো: মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মো: খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মো: শফিকুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জনাব আনিসুর রহমান- ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোপালগঞ্জ সদর থানা) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধিজন।

পুলিশ সুপার মহোদয় হরতাল অবরোধ সহ সকল রাজনৈতিক/অরাজনৈতিক কর্মকান্ডে সড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত রাখার জন্য যে কোন ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন কোন কুচক্রী মহল,কোনো সন্ত্রাসী এবং দেশদ্রোহী গোপালগঞ্জে যানচলাচলে কোনো প্রকার বাঁধা বিঘ্ন ঘটাতে না পারে সেদিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখবে গোপালগঞ্জ জেলা পুলিশ প্রশাসন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!