সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডিহল মাঠ প্রাঙ্গনে ঠাকুরগাঁও পৌর সভার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ফারুক রুবেল যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো,
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমানসহ অন্যান্যরা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর, আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতাভোগী, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী, প্রতিবন্ধী ভাতাভোগী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতাভোগী ও টিসিবি কার্ড ধারীগণের সমন্বয়ে একটি মতবিনিময় ও উন্নয়ন বিষয়ক সভায় বিভিন্ন কার্ড ধারি প্রায় ৪ হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়েছে। তার জন্য আজ দেশে সুবাতাস বইছে।
দেশের সব অসহায় মানুষের পাশে প্রধানমন্ত্রী আছে এবং সব সময় থাকবে।
সবাই মনে রাখবেন উন্নয়ন মানেই নৌকা আর কদিন পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও সকলেই নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন।