দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁদপুর -২ নৌকার মনোনয়নের জোর দাবীদার এমপি রুহুলের

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -২ আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়নে নৌকা প্রতিকের জোর দাবীদার বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড.নূরুল আমিন রুহুল এমপির। তিনি চান ২০১৮ সালের মতো এবারও নির্বাচিত হয়ে জনগনের সেবা করতে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে।
এ বিষয়ে তার সাথে কথা হলে তিনি বলেন, আমি তৃণমূল থেকে রাজনৈতি করে এ পর্যন্ত এসেছি। আমি অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলাম। পরে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলাম। বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পদে আছি। আওয়ামী লীগের সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি।গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে চাঁদপুর -২ আসেন নৌকার মনোনয়ন দিয়েছেন। আমি বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিয়েছি।
তিনি আরো বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পর চাঁদপুর -২( মতলব উত্তর -দক্ষিণ) উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছি। যা অন্য কেউ করতে পাড়েনি। গজারিয়া-মতলব সেতু একনেকে অনুমোদন, দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোধা স্বেচ প্রকল্পে অর্থ বরাদ্দ, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ও মাদ্রাসা এমপিওভূক্ত করন, ভবন নির্মাণ, শেখ কামাল আইটি পার্ক, স্কুল কলেজ ও মাদ্রাসায় কম্পিউটার প্রদান, মডেল মসজিদ নির্মান, প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, রাস্তা,কালবার্ট, ব্রীজ, আর্সেনিকমুক্ত টিউব ওয়েল, গরু-ছাগল বিতরণ, চিকিৎসা সহায়তাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করেছি। আমি প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার এলাকায় থেকে সাধারণ মানুষের কথা শুনেছি এবং তাদের সুখে দুঃখে পাশে থেকেছি। মহামারী করোনাকালীন সময়েও এলাকায় থেকে ত্রান সামগ্রী বিতরন করেছি।
সাবেক এই ছাত্র নেতা ও বর্তমান সংসদ সদস্য আরো জানান, নির্বাচনের সব ধরণের প্রস্তুতি নিয়ে মাঠে সর্বস্তরের জনগণের সাথে থেকে কাজ করে যাচ্ছেন। তৃণমূলের মানুষের সাথে তিনি সুসম্পর্ক নিয়ে চলেন। এবারের নির্বাচনে তিনি নৌকার জোর দাবীদার। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে মাঠে সম্ভাব্য প্রার্থীরা সরব হয়ে উঠেছেন। প্রার্থীদের কর্মতৎপড়াতার পাশাপাশি ভোটারদের আলাপ আলোচনা হিসেব নিকেশ খোশগল্পে নির্বাচন মূখর হয়ে উঠেছে।
বিএনপি দলীয় সিদ্ধান্ত মতে এবারের নির্বাচনে অংশ নিচ্ছে না। বর্তমান সংসদ সদস্য এ্যাড.নূরুল আমিন রুহুলসহ নৌকার মনোনয়ন চাচ্ছেন একাধিক প্রার্থী। তাদের মধ্যে তিনি অন্যতম দাবীদার বলে তিনি জানান। স্থানীয় জনগণের দাবীর প্রেক্ষিতে এবার তিনি নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়তে চান বলে জানান। তাকে মনোয়ন দেয়া হলে তিনি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে সহজেই নৌকার বিজয় নিশ্চিত করতে পারবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী বানাবেন বলে জানান। তিনি নির্বাচিত হতে পারলেন চাঁদপুর -২আসনকে পরিপাটি করে সাজিয়ে দেশের একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। সেজন্য তিনি দলীয় প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন প্রত্যাশা করেন।
উল্লেখ্য গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী,মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং নির্বাচন ৭ জানুয়ারী।
Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!