রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
“মানসম্মত শিক্ষা গ্রহণ প্রযুক্তিতে দক্ষতা অর্জন ও পরিবর্তিত বিশ্বে টিকে থাকার যোগ্যতা অর্জনের মাধ্যমে ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর” এই প্রতিপাদ্যে বাঘাইছড়ি উপজেলার এসএসসি ও এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ ও একাদশ শ্রেণিতে অধ্যয়নরত অসচ্ছল ত্রিপুরা ছাত্রছাত্রীদের পাঠ্য বই বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় সাজেক ইউনিয়নের রুইলুই ত্রিপুরা কমিউনিটি সেন্টারে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রকাশ ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সম্মানিত সদস্য প্রিয়নন্দ চাকমা এবং গেস অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে সদস্য বিপুল ত্রিপুরা।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ, বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাকিল ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন, রাঙ্গামাটির সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের বাঘাইছড়ি উপজেলার সভাপতি জৌপুইথাং ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক অঞ্জুলাল ত্রিপুুরাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, শিক্ষক, কার্বারী, এলাকার ত্রিপুরা শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।
আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একটি জাতিকে আলোকিত করে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। মানসম্মত শিক্ষা গ্রহনের পাশাপাশি আধুনিক শিক্ষায় নিজেকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে।
ঐক্য শিক্ষা প্রগতি তিনটি মূলনীতিকে ধারণ করে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ ১৯৯২ সালে ৩০ ডিসেম্বর প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা ছাত্রছাত্রীদের শিক্ষাকে সম্প্রসারণ করতে শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ছাত্র সংগঠন।