নতুন সরকারের মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন?

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ পড়াচ্ছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান।এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করল আওয়ামী লীগ।

যে মন্ত্রী যে দপ্তর পেলেন

১। আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
২। ওবায়দুল কাদের- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
৩। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন- শিল্প মন্ত্রণালয়
৪। আসাদুজ্জামান খান- স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৫। দীপু মনি- সমাজকল্যাণ মন্ত্রণালয়
৬।মো. তাজুল ইসলাম- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
৭। আনিসুল হক- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
৮। মোহাম্মদ হাছান মাহমুদ- পররাষ্ট্র মন্ত্রণালয়
৯। সাধন চন্দ্র মজুমদার- খাদ্য মন্ত্রণালয়
১০। ফরহাদ হোসেন- জনপ্রশাসন মন্ত্রণালয়
১১। ফরিদুল হক খান- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১২। মহিবুল হাসান চৌধুরী- শিক্ষা মন্ত্রণালয়
১৩। স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
১৪। মুহাম্মদ ফারুক খান- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৫। আবুল হাসান মাহমুদ আলী- অর্থ মন্ত্রণালয়
১৬। মো. আব্দুস শহীদ- কৃষি মন্ত্রণালয়
১৭। র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
১৮। মো. আব্দুর রহমান- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
১৯। নারায়ণ চন্দ্র চন্দ- ভূমি মন্ত্রণালয়
২০। আব্দুস সালাম- পরিকল্পনা মন্ত্রণালয়
২১। মো. জিল্লুল হাকিম- রেলপথ মন্ত্রণালয়
২২। সাবের হোসেন চৌধুরী- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
২৩। জাহাঙ্গীর কবির নানক- বস্ত্র ও পাট মন্ত্রণালয়
২৪। নাজমুল হাসান- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
২৫। সামন্ত লাল সেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

১। নসরুল হামিদ- বিদ্যুৎ বিভাগ
২। জুনাইদ আহমেদ পলক- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়
৩। খালিদ মাহমুদ চৌধুরী- নৌপরিবহন মন্ত্রণালয়
৪। জাহিদ ফারুক- পানি সম্পদ মন্ত্রণালয়
৫। সিমিন হোসেন (রিমি)- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
৬। মোহাম্মদ আলী আরাফাত- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
৭। মো. মহিববুর রহমান- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
৮। কুজেন্দ্র লাল ত্রিপুরা- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
৯। রুমানা আলী- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
১০। শফিকুর রহমান চৌধুরী- পানিসম্পদ মন্ত্রণালয়
১১। আহসানুল ইসলাম (টিটু)- বাণিজ্য মন্ত্রণালয়

গত সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২টি আসনে জয়লাভ করে। যদিও নির্বাচনটি ‘আন্তর্জাতিক মানদণ্ডে অবাধ ও সুষ্ঠু’ হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

তবে বাংলাদেশের নির্বাচন কমিশন বলেছে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এবং তাদের হিসেবে নির্বাচনে ৪১ শতাংশ ভোটার ভোট দিয়েছে।

বিএনপি-সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করায় নির্বাচনের দিনে ভোটার উপস্থিতি খুব কম ছিল বলেই জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে।
বুধবার সন্ধ্যার পর বঙ্গভবনে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত দেন। একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনে সম্মতি দেন রাষ্ট্রপতি। এরপর আজ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!