{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ডবলমুরিং মডেল থানার অভিযানে চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার এবং চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার

 

সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার সব্যসাচী মজুমদারের তত্ত্বাবধানে ডবলমুরিং মডেল থানার এসআই আহলাদ ইবনে জামিল পিপিএম-এর নেতৃত্বে একটি টিমের অভিযানে চোর মোঃ হাসান (২০)-কে গ্রেফতার করে এবং তার হেফাজত হতে চুরি হওয়া ২ ভরি ওজনের স্বর্ণের নেকলেস উদ্ধার করে।

গত ০৭/০৫/২০২৪ খ্রি. রাত আনুমানিক ০২.৩০ ঘটিকা থেকে সকাল আনুমানিক ০৬.২০ ঘটিকার মধ্যবর্তী সময়ে ডবলমুরিং মডেল থানাধীন মোগলটুলী কাটা বটগাছ ওয়ার্ড অফিস লেইনস্থ বাদী মোঃ ফয়সাল খানের বসতঘর হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা বাদীর মায়ের ব্যবহৃত ক) ০১টি স্বর্ণের নেকলেস, যার ওজন ০২ ভরি ১০ আনা, খ) ০৩ জোড়া স্বর্ণের কানের দুল, যার ওজন ০১ ভরি ৬ আনা, গ) ০২টি স্বর্ণের আংটি, যার ওজন ০৮ আনাসহ সর্বমোট ০৪ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার এবং নগদ ১,৯০,০০০/- টাকা চুরি করে নিয়ে যায় মর্মে অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে বাদী এজাহার দাখিল করলে ডবলমুরিং মডেল থানায় মামলা রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহলাদ ইবনে জামিল পিপিএম তার সঙ্গীয় টিম নিয়ে ঘটনাস্থল ও আশেপাশে এলাকায় ব্যাপক তদন্ত কার্যক্রম শেষে ঘটনায় জড়িত চোরদেরকে শনাক্ত করতে সক্ষম হয়। শনাক্তকৃত আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে সদরঘাট থানা পুলিশের সহায়তায় সদরঘাট থানা এলাকা হতে ঘটনায় জড়িত চোর মোঃ হাসানকে গত ০৮/০৫/২৪ খ্রি. ২১:০০ ঘটিকায় গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তীতে আসামির দেখানোমতে আসামির হেফাজত হতে ২ ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!