এবারে ভারতের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ দের মধ্যে অন্যতম বীরভূমের চাতরা গণেশ লাল হাই স্কুলের ছাত্রী মুসকান খাতুন। গ্রামের মুসলিম পরিবারের মেয়ের সাফল্যে খুশি এলাকা বাসী থেকে তার স্কুলের শিক্ষকরাও। এবার উচ্চ মাধ্যমিকে সে পেয়েছে ৯৪ শতাংশ নাম্বার। মোট প্রাপ্ত নাস্বার ৪৫২। মুরারইয়ের চাতরা গ্রামের সাধারন পরিবারের মেয়ে মুসকান খাতুনের এই প্রাপ্য নাম্বারে খুশি তার গ্রামের মানুষ। চাতরা গণেশ লাল হাই স্কুলের প্রথম হওয়া মুসকানের বিষয়ভিত্তিক নাম্বার ইংরেজী ৯৫, বাংলা ৯০, ভূগোল ৯১, ইতিহাস ৮৮, শিক্ষা ৮৮
মুসকান জানায় আরো নাস্বার প্রাপ্তি তার আশা ছিলো। ইতিহাস ও শিক্ষা এই দুই বিষয়ে আশানুরুপ নাম্বার পায় নি। যদিও সে তার স্কুলের মধ্যে সেরা। এরপর আইন নিয়ে পড়তে চায় মুসকান, আইন নিয়ে পড়ে সফল আইনজীবি হয়ে সাধারন গরিব মানুষের পাশে দাঁড়াতে চায় মুসকান। তিনি বলেন, অনেক গরিব মানুষ সাধারন মানুষ পয়সার অভাবে বিচার পান না, আইনী সমস্যায় পড়ে থাকলেও পয়সার অভাবে সমস্যা জর্জরিত থাকেন, আমি আইন নিয়ে পড়ে গরিবের পাশে দাঁড়াতে চাই। যদিও মুসকান বলেন, পরিবারের আর্থিক সমস্যা আছে, তার মাঝেই পড়া চালিয়ে যেতে চায় সে।
মুরারই এলাকার চাতরা গ্রামের সাধারন পরিবারের মেয়ে মুসকান। তার বাবা সেখ ইসমাইলের ছোট্ট মুদি খানার দোকান রয়েছে, মা জাহান্নারা বিবি গৃহবধূ। এদিন উচ্চ মাধ্যমিকে রেজাল্ট বেড় হবার পর মুসকানের ভালো নাম্বারে খুশি তার পরিবারও। তবে নাম্বার আরো একটু বাড়বে এমন প্রত্যাশা ছিলো তার পরিবারের