-
- আন্তর্জাতিক, সদ্যপ্রাপ্ত সংবাদ
- তিন অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা
- আপডেটের সময় : আগস্ট, ১১, ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ণ
- 103 বার ভিউ
জনমত জরিপে যুক্তরাজ্যের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিনটি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্র্যাটিক প্রার্থী কামালা হ্যারিস। অঙ্গরাজ্যগুলো হলো: উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান। খবর নিউ ইয়র্ক টাইমসের।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এ জরিপ চালিয়েছে নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। গত
৫ থেকে ৯ আগস্ট পর্যন্ত এ জরিপ চালানো হয়। এতে অংশ নিয়েছিলেন ১ হাজার ৯৭৩ জন।
শনিবার (১০ আগস্ট) প্রকাশিত জরিপের ফলে দেখা গেছে, ওই তিন অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে চার পয়েন্টে এগিয়ে রয়েছেন কামালা। কামালা পেয়েছেন ৫০ পয়েন্ট, অন্যদিকে ট্রাম্পের পয়েন্ট ৪৬।
নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতা থেকে প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর এই প্রথম তিন অঙ্গরাজ্যে উচ্চপর্যায়ের জনমত জরিপ চালানো হলো। বাইডেনের সরে দাঁড়ানোর আগে চালানো জরিপে রিপাবলিকান পার্টির ট্রাম্পের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। এমনকি কিছু কিছু ক্ষেত্রে সামান্য এগিয়ে ছিলেন ট্রাম্প।
বাইডেন সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে তার জায়গায় আসেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তিন অঙ্গরাজ্যে জনমত জরিপে তিনি ট্রাম্পকে টেক্কা দেয়ায় সেখান অবস্থান শক্ত হলো ডেমোক্র্যাটদের। মার্কিন নির্বাচনে কোনো দলের জয়–পরাজয় অনেকটাই নির্ভর করে উইসকনসিন, পেনসিলভানিও ও মিশিগান—এই তিন অঙ্গরাজ্যে ভোটের ফলের ওপর।
এদিকে, নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রচার চালাচ্ছে কামালা ও ট্রাম্প শিবির। এরই অংশ হিসেবে কামালা হ্যারিস শুক্রবার (৯ আগস্ট) অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আজ শনিবার নেভাদার লাস ভেগাসে যাওয়ার কথা রয়েছে তার।
অন্যদিকে বসে নেই ডোনাল্ড ট্রাম্পও। তিনি গতকাল পশ্চিমাঞ্চলে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। তিনি মন্টানা অঙ্গরাজ্যের বোজেমানে একটি সমাবেশ করেছেন। ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনে মন্টানায় জয় পেয়েছেন রিপাবলিকানরা।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর