বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি নগরীর সিআরবিতে: *বাংলাদেশ রেলওয়ের পদোন্নতিবঞ্চিত অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/অপারেটর* গনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী কর্মচারীরা তাদের দাবী পেশ করে বলেন, “নিয়োগবিধিমালা, ২০২০ এর আলোকে উচ্চমান সহকারী পদে পদোন্নতি স্থগিত রাখা হয়েছে, যা সংশোধন করে শুধুমাত্র অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক/অপারেটরদের পদোন্নতির মাধ্যমে নিয়োগের বিধান নিশ্চিত করতে হবে।” বর্তমানে প্রচলিত নিয়োগবিধিমালা, ২০২০ অনুযায়ী উচ্চমান সহকারী পদে ৫০% সরাসরি নিয়োগ এবং ৫০% পদোন্নতি দেয়া হয়, যা তাদের মতে, কর্মচারীদের অধিকার খর্ব করছে।
তারা আরও জানান, এর আগেও *বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং ০২ অঞ্চলের মহাব্যবস্থাপককে স্মারকলিপি* প্রদান করা হয়েছে, কিন্তু এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই কর্মবিরতির হুমকি দিয়ে তারা প্রশাসনকে অনতিবিলম্বে তাদের দাবী পূরণ করার জন্য জরুরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন *বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম, আর মঞ্জু* এবং *বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কার্যকরী সভাপতি সেলিম পাটোয়ারী*। তারা এই যৌক্তিক দাবীর প্রতি সমর্থন জানিয়ে প্রশাসনের সাথে আলোচনা করার আশ্বাস প্রদান করেন।