মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় রায় ঘোষণা করেছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।
রায়ে মামলার প্রধান অভিযুক্ত হিটু শেখকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হিটুর স্ত্রী জাহেদা বেগম এবং দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হলে, ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মামলার মূল আসামি হিটু শেখ ১৫ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, তিনি একাই এই নির্মম ঘটনার সঙ্গে জড়িত। তবে তদন্তকারী কর্মকর্তা গত ১৩ এপ্রিল চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
আজকের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষ, তবে খালাসপ্রাপ্তদের পক্ষ থেকে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।