মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নতুন ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৭ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “মাইক্রো ক্রেডিট খাত দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন ভবন থেকে এই খাতের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার মান বাড়বে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।

নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে এমআরএ’র প্রশাসনিক ও তদারকি কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!