জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে সরকার: ড. রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতীয় সংস্কার জোটের অন্যতম নেতা ড. রেজা কিবরিয়া বলেছেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে বর্তমান সরকার। তিনি বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে গুণগত পরিবর্তনের প্রত্যাশা ছিল, কিন্তু সরকার সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জনতা পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ড. রেজা কিবরিয়া বলেন, “এনজিওয়ালারা দেশ চালাবেন, এমন কোনো রেকর্ড নেই। যারা এক হাজার টাকা হালালভাবে উপার্জন করতে পারেনি, তারাই এখন ৫০ কোটি টাকার ডিল করছে। শেখ হাসিনার পর সবচেয়ে নিম্নমানের সরকার ক্ষমতায় এসেছে। তারা একটি বছর নষ্ট করেছে। নতুন সরকার আসামাত্র সীমান্ত পেরিয়ে পালাবে।”

তিনি আরও বলেন, “আমরা সম্ভবত ড. ইউনূসের কাছে খুব বেশি আশা করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, তিনি একটি এনজিও সরকার গঠন করেছেন। এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে। শেখ হাসিনাকে দেশে আনা এখন খুবই জরুরি।”

আলোচনা সভায় বক্তারা সরকারের নীতিনির্ধারণ ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমালোচনা করেন।

  • আসাদুজ্জামান, জনতা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন।

  • মেজর (অব) ইমরান, যুগ্ম মহাসচিব বলেন, ভারত বাংলাদেশের শত্রু—এ সত্য যারা বুঝতে পারবে, তারাই প্রকৃত প্রজন্ম।

  • রেহানা সালাম, ভাইস চেয়ারম্যান, বলেন, “এই মুহূর্তে নির্বাচন দরকার নয়, দরকার শুধু সংস্কার।”

  • এবিএম ওয়ালিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান, বলেন, বিএনপি যতই চেষ্টা করুক, সফল হবে না। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে হবে।

  • মেজর (অব) আমিন আহমেদ আফসারী, জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক, বলেন, জুলাই আন্দোলনের আশা পূরণ হয়নি। সরকার শহীদদের সংখ্যা প্রকাশ করতেও ব্যর্থ হয়েছে। সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন ছাড়া আর কিছু নয়।

  • মাওলানা এ কে আশরাফুল হক, নির্বাহী সভাপতি, নিজাম ইসলামী পার্টি বলেন, জুলাই অভ্যুত্থানের নায়কদের ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সভায় বক্তারা জোর দিয়ে বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের আয়োজন করা হলে তা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানির শামিল হবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!