ভূমি দস্যুদের ছাড় নয়, শুভাঢ্যা খাল পুনঃখনন কাজ উদ্বোধনে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:


স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। খাল দখলকারীদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা প্রকল্পের প্রথম পর্যায়ের বাস্তব কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “এই খাল দিয়েই আমি একসময় আমার জন্মস্থান সিরাজদিখান থেকে ঢাকায় আসতাম। জীবিকা নির্বাহ, কৃষি, পরিবেশের ভারসাম্য এবং পানি নির্গমনের জন্য খালটির গুরুত্ব অপরিসীম ছিল। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার অভাব, স্থানীয় ভূমি দস্যুদের দখলদারিত্ব ও অব্যাহত ডাম্পিংয়ের কারণে খালটি আজ ধ্বংসের পথে।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “৭ কিলোমিটার দীর্ঘ এই খাল এখন বর্জ্য ও পলিথিনে ভরা। কোথাও কোথাও খালের অবস্থা এমন হয়েছে যে, সেখানে হেঁটে পার হওয়া যায়। অথচ একসময় এই খাল দিয়ে নৌকা চলত, মাছ ধরা হতো এবং কৃষিকাজে পানি ব্যবহার করা যেত।”

খাল উদ্ধার হলে পানি প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জীববৈচিত্র্যও ফিরে আসবে। এজন্য সবাইকে খেয়াল রাখতে হবে, যেন কোনোভাবেই অসাধু ভূমিদস্যুরা খাল দখল করতে না পারে। এ বিষয়ে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “খালটি বর্তমানে প্লাস্টিকে ভরে গেছে। খালের দুই পাড় ঘেঁষে বড় বড় ভবন গড়ে উঠেছে। খালটির গুরুত্ব পরিবেশগতভাবে অন্য খালগুলোর তুলনায় বিশেষ। এজন্য গভীরভাবে খনন করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে অবৈধ দখল রোধে খালের দুই পাড় ঢালাই করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, সেনা সদরের ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ হাসান উজ্জামান, ঢাকা বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালক এনায়েত উল্লাহ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ এবং কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া প্রমুখ।

শুভাঢ্যা খাল পুনঃখনন ও উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩১৭ কোটি টাকা। প্রথম পর্যায়ের কাজ এক বছরের মধ্যে সম্পন্ন হবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!