কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপি উপদেষ্টা ফজলুর রহমানের পদ স্থগিত

স্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ফজলুর রহমানকে পাঠানো পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু তিনি নির্ধারিত সময়ে লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে ২৪ ঘণ্টার অতিরিক্ত সময় দেওয়া হলেও শেষ পর্যন্ত জমা দেওয়া জবাবকে ‘অসন্তোষজনক’ বলে বিবেচনা করা হয়েছে।

চিঠিতে বলা হয়, “তবুও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার মুক্তিযুদ্ধে অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।”

এতে আরও উল্লেখ করা হয়, ফজলুর রহমান এখন থেকে টকশো বা সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!