ডেস্ক নিউজ:
চট্টগ্রাম মহানগরীর বায়জিদ বোস্তামী থানার আলোচিত ও চাঞ্চল্যকর আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্টু হত্যা মামলার মূলহোতা মোঃ দেলোয়ার হোসেন দিলুসহ চারজন’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গত ৩০ আগস্ট ২০২৫ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন হিলভিউ এলাকায় পূর্বশত্রুতার জেরে আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্টু নামীয় একজন পথচারীকে চার থেকে পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ ছুরিকাঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোক ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আবদুল্লাহ আল মনির প্রকাশ পিন্ট ‘কে মৃত ঘোষনা করেন। উক্ত নৃশংস এই হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়। উক্ত হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ৩১ আগস্ট ২০২৫ইং তারিখে আনুমানিক ১৫৩০ ঘটিকায়া র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়জিদ বোস্তামী থানাধীন খেলবীও এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের মূলহোতা স্থানীয় সন্ত্রাসী সূত্রে বর্ণিত মামলার ০১নং এজাহারনামীয় প্রধান আসামী ১। মোঃ দেলোয়ার হোসেন দেলু (৩৬), পিতা-মোঃ রফিক, সাং-বার্মা কলোনী, ০৮নং এজাহারনামীয় পলাতক আসামী
হাসান প্রকাশ কিরিচ হাসান (৩০), পিতা-আবদুল মান্নান, সাং-হিলভিউ, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে অপর একটি আভিযানিক দল গত ৩১ আগস্ট ২০২৫ইং তারিখে আনুমানিক ১৬৫০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর বায়জিদ বোস্তামী থানাধীন আলীনগর এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার সন্ধিগ্ধ পলাতক আসামী ০৩। মোহাম্মদ শাহিন (২৮), পিতা মৃত- আবুল কাশেম, সাং-গজারিয়া, থানা-লালমোহন, জেলা- ভোলা এবং ৪। মোঃ মোবারক হোসেন বাপ্পি (৩৬), পিতা-মৃত-আজমল হোসেন, সাং-আলিনগর, থানা-বায়েজিদ, জেলা-চট্টগ্রামদের গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় ০৮জনে এজাহার নামীয় এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬২, তারখি ৩১ আগস্ট ২০২৫ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, নিহত ভিকটিম, আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু এর গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া। সে চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন হিলভিউ বার্মা কলোনিতে শ্বশুর বাড়ীতে বসবাস করেন এবং চট্টগ্রাম মহানগরীরর পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকায় একটি থাই দোকানে মিস্ত্রি হিসাবে কাজ করতেন। সন্ত্রাসী মোঃ দেলোয়ার হোসেন দিলুর সাথে ভিকটিমের স্থানীয় এলাকায় কাজ করা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ৩০ আগস্ট ২০২৫ইং তারিখে রাত আনুমানিক ২১০০ ঘটিকায় ভিকটিম কাজ শেষে বাসায় ফিরার সময় মোঃ দেলোয়ার হোসেন দিলু এবং তার অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আলী নগর এলাকায় ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।