উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় নিহত ১

সীতাকুণ্ডের ফৌজদারহাটে উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় মোঃ শাহাব উদ্দিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে ফৌজদারহাটে ট্রাফিক অফিসের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবক উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কদমরসুল এলাকার শামসু সওদাগর বাড়ির সোনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক শাহাব উদ্দিন রাস্তা পারাপারের সময় উল্টো পথে আসা ঢাকামুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন বলেন, একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক যুবকের হাসপাতালে মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!