লোহাগাড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে শপথ বাক্য পাঠ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের দিনে সোনার বাংলা গড়ার শপথ নিয়েছে বাংলাদেশ।

 

গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পাঠ করান। দেশের প্রতিটি বিভাগীয়, জেলা ও উপজেলা শহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভার্চুয়ালি এ শপথ অনুষ্ঠানে যুক্ত হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে দুই দিনব্যাপী ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের প্রথম দিনে দেশের মানুষকে সঙ্গে নিয়ে শপথ পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর ধারাবাহিকতায়, লোহাগাড়া উপজেলা, সাহাপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাঙ্গণে শপথ বাক্য পাঠ করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,সহ-সভাপতি বাবু নিবাস দাশ সাগর, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট,লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মুহাম্মদ ওবায়দুল ইসলাম,চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ রাফিকুল ইসলাম জামান, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন রোমান খাঁন,উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার আহমদ সিকদার,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ওমর ফারুক,মুহাম্মদ মোসলেম উদ্দিন,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু বক্কর, লোহাগাড়া ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম।

 

এছাড়াও উপজেলা দপ্তরের কর্মরত সকল কর্মকর্তা, বিদ্যালয়ের সকল শিক্ষকগণ,সাংবাদিকবৃন্দরাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা  সহ সর্বস্তরের জনসাধারণ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!