ইউক্রেন ইস্যুতে উত্তেজনা হ্রাস ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ক্রেমলিন থেকে জানানো হয়, এরদোয়ানের তুরস্ক সফরের দাওয়াত কবুল করেছেন প্রেসিডেন্ট পুতিন। সফরের তারিখ করোনা মহামারীর প্রকোপ কমলে উভয় দেশের সুবিধাজনক সময়ে নির্ধারিত হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বৃহস্পতিবার জানিয়েছেন, বেইজিংয়ের শীতকালীন অলিম্পিক থেকে ফিরে আসার পর পুতিন ফেব্রুয়ারিতে তার তুরস্ক সফরের তারিখ ঘোষণা করবেন। বুধবার (২৬ জানুয়ারি) সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, তুরস্ক চায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা একটি নতুন সংকটে পরিণত হওয়ার আগে সমাধান করা হোক। সেজন্য তুরস্ক উভয় দেশের সাথেই ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে শান্তিপূর্ণ সমাধানের জন্য।