আফগানিস্তানে পাবলিক বিশ্বব্যিালয়গুলো ফের খুলে দেওয়া হয়েছে গত বুধবার (৩ ফেব্রুয়ারি)। চালু হওয়া বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাসে পুরুষ শিক্ষার্থীদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে। যদিও নারী শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের বিষয়ে নতুন কোনো পরিকল্পনা ঘোষণা করেনি তালেবান প্রশাসন। তবে আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো আফগানিস্তানের কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসে। সে সময় তালেবানের ইসলামপন্থী কর্তৃপক্ষ বলেছে যে, পুরুষ ও মহিলা শিক্ষার্থীদের আলাদা করা উচিত এবং পাঠ্যক্রম ধর্মীয় নীতির ভিত্তিতে করা উচিত। এই অজুহাতে মেয়েদের এখনও মাধ্যমিক বিদ্যালয়ে যেতে দেওয়া হয় না। বিবিসির সাথে কথা বলার সময় নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, মেয়েদের শিক্ষা গ্রহণে বাধা দেওয়ার জন্য ধর্ম কোনো অজুহাত নয়। তালেবানের এ অজুহাত ফুরিয়ে যাচ্ছে এমনকি ফুরিয়ে যাওয়ার সময় হয়েছে।